এই মুভি আমদের কি দেখালো আর আমরা কিই বা শিখলাম...
* মেয়ে পটাতে হলে তাকে নিয়ে লেটনাইট পার্টিতে যেতে হবে তার ভিতরের পশুত্বকে জাগিয়ে তুলতে! তখন মেয়েকে কিস করলেও মেয়ে না করবে না, এমনকি সে বাগদত্তা হলেও
* আরও শিখাবে কিভাবে এক্সট্রা মেরেটিয়াল সম্পর্কের মাধ্যমে আপনি আপনার ১২ বছরের মেয়েকে ফেলে রেখে আরেকজনের সাথে চলে যাবেন! হুম তাই তো দেখলাম আর শুনলাম... কারন হিসেবে যা শুনলাম তা হলো স্ত্রী নাকি স্বামীকে ভালবাসতে পারে নাই! কারন সে ব্যবসাকে বেশী সময় দেয় আর তার শুধু বাচ্চা নিয়ে সময় কাটতেছিল না... তাই দীর্ঘ ৮ বছর পরে বাচ্চা জামাই রেখে আরেকজনের সাথে পালিয়ে যাউয়া...
* বাংলা ছিঃনেমার মতো নায়িকা থাকেন মহা ধার্মিক সে সাথে থাকলে নাকি নায়ক থাকবে না... ঈশ্বরের নাকি তাই ইচ্ছা! তাইতো উনি দূরে দূরে থাকেন আর ছিঃনেমার ফিতা বড় হতে থাকে!!! তাই স্বদেশ খ্যাত নায়ক চলে আসে বেলেত থেকে স্বদেশে... তবে এতদিনে যা হবার তা হইয়া গেছে... আপ্নারা যা মনে করতেছেন তা তো অবশ্যই আর সাথে হইলো বাংলা ছিঃনেমার মতো মাথায় আঘাত!!!
* দেশে ফিরা বংশানুক্রমিক আর্মিতে চাকরি আর নায়ক হইলো ব্যোম ডিফিউসার... উনি মইরা যাইতে চান তাই সেফটি সারাই ব্যোম সারাই করেন মানে ডিফিউস করে! সাথে সাথে মেয়েও ডিফিউস হইয়া যায়! অবশ্য এতে নায়কের কোন দোষ নাই! সিনেমাতে আরেক নায়িকার উপস্থিত হবার সিনটা অবশ্য বেশ!!! নাইকা খুলতে খুলতে হাতে গোনা কিছু বাকি রাখছিল আরকি! তবে তাদেরও শীত লাগে আর সেই পুরান কাসুন্দির মতো নায়ক থাকে সামনে আর সেই বাঁচায় আর তার গায়ের কাপড় দিয়া যায় তারে গরম করার জইন্ন্য। তাতে থাকে তার বিলেতের কাহিনীর ডায়রি... এইটা পরে আর আরেক নায়িকা ফিদা হইয়া যায় তার উপরে...
* নায়কের ইতিহাস যান্তে গিয়া উনি পরে তার প্রেমে... আরেক নায়িকা কাহিনী তৈরি করতে আসে ডিসকভারির হইয়া ১৫দিনের জন্য... এইখানেই প্রেমে পরেন নায়ক শাহ্রুক খানের... পরে ঐ ২ নাম্বার নায়িকার মুভি দেইখা ডিসকভারি খুবই খুশি কিন্তু নায়করে বিলেত যাইতে হইব ইন্টার্ভিউ দিতে... কিন্তু নায়ক তো যাইব না... খালি মুখেই না করে... নারীর টান কি আর এমন তেমন... হাজির হইয়া যান বিলেতে... আবারও সেই একই কাহিনী মাথায় আঘাত আর স্মৃতি ভ্রম... ঠিক যেন বাংলা ছিঃনেমা... সাথে সাথে ১০ বছরের স্মৃতি নাই... আর আগের নায়িকা ও তার জন্য বসেছিল বিয়ে না করে... তার পরে এই কাহিনী ঐ কাহিনী করে তাদের সাথে মিল আর মধ্যে দিয়ে একটা উচ্ছল তরুণী দেবদাস...
* আর নারী পাবার পরে ব্যোম ডিফিউস করা বন্ধ... সর্ব সাকুল্যে ১০৮ টা ব্যোম ডিফিউস করছিলেন... তবে বক্স অফিসে কিন্তু ঠিকই ব্যোম ফাটছে... বেশ ব্যবসা সফল ছবি এইটা... কিন্তু কেম্নে কি!!! :-S
আপনারাও দেখতে পারেন...