..::capture of life::..

...my thoughts, learnings & captured images...

ভালোবাসা হারাবার জিনিস নয় - -নির্মলেন্দু গুন

ভালোবাসা হারাবার জিনিস নয়

ভালোবাসা হারাবার জিনিস নয়।
ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো,
সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে ।
ভালোবাসা শিশির বিন্দুর মতো মিশে থাকে ঘাসের ডগায়।
জলের জন্য আছে সমুদ্র, বাষ্পের জন্য আছে আকাশ;
... ভালোবাসার পৃথক পৃথিবী আছে, আছে আলাদা জগৎ--,
সেখানে প্রতিটি ভালোবাসা জমা হয়, জড় হয়,
মৃত মানুষের আত্মা যেরকম, রুহু যেরকম ।

0 comments:

add2any