..::capture of life::..

...my thoughts, learnings & captured images...

বাড়িয়ে দাও - অনুপম রায়

বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়
কক্ষনো ফুরায় কথায়।
অনেক সন্ধ্যাবেলায়,তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়।
এখন, কৃষ্ণচূড়ার আলো...
আমাদের রাস্তা সাজানো
ও...ও....হো...হো...
তোমার পাশেই আমায় পাবে,
তমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন।
পাহাড়,বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন।
এখন, কৃষ্ণচূড়ার আলো...
আমাদের রাস্তা সাজানো
ও...ও....হো...হো...
তোমার পাশেই আমায় পাবে,
তমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।

# ছবি/অ্যালবামের নাম : চলো পাল্টাই   # গানের নাম : বাড়িয়ে দাও  # কন্ঠ শিল্পী : অনুপম রায়

হোক কলোরব - অর্ণব

হোক কলোরব,
ফুলগুলো সব,
লাল না হয়ে নীল হলো ক্যান?
অসম্ভবে
কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?

হোক অযথা
এসব কথা,
তাল না হয়ে তিল হলো ক্যান?
কুয়োর তলে,
ভীষন জলে
খাল না হয়ে ঝিল হলো ক্যান

ধুত্তুরি ছাই,
মাছগুলো তাই
ফুল না হয়ে চিল হলো ক্যান?

হোক কলোরব,
ফুলগুলো সব,
লাল না হয়ে নীল হলো ক্যান?
অসম্ভবে
কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?"

পৃথিবীটা
ঘুরছে যেটা
গ্রীন না হয়ে গ্রে হলো ক্যান?
ছোট্ট মাথা
ভীষন ব্যাথা
তবুও আজও ছিড়লো না ক্যান?

New Google Bar

New Google Bar for chorme:

If you’d rather just follow a list, here it is, courtesy of Maxilian Majewski:

1. Go get this extension to change cookies. http://goo.gl/CeKtT
2. Load Google.com and right-click to edit the cookies.
3. Change “PREF” to this (try triple-clicking it):
ID=03fd476a699d6487:U=88e8716486ff1e5d:FF=0:LD=en:CR=2:TM=1322688084:LM=1322688085:S=McEsyvcXKMiVfGds
4. Don’t forget to save your changes at the bottom.
5. Reload and you have the new Google bar.

add2any