..::capture of life::..

...my thoughts, learnings & captured images...

my work published in Samakal Newspaper...

Date: 19 Mar'2011 I made schedule to go Shakhari Baazar to capture the playing of Dol as today is "Dol Purnima" but I came to know that the playing of Holi will be held tomorrow. Then I was in bus... I made plan in such way firstly I will attend there then I will go to office... thats why I reached Dhaka early. But as the program was changed I decided to go the "Joy Kali" temple as I did not go there previously!!! Even if I always pass by this temple...
I was there & trying to feel the spirit of GOD then I got a call from my friend (Rashed) saying your picture is really nice & but where did you capture that? Then I asked about which picture you are talking! Then he just told me my captured photo has published in todays "Samakal Daily Newspaper" in "Alochaya" part with proper credit. I really felt very happy as this is my 1st time any of my picture comes in any national newspaper.

Here is the scanned copy of the paper:



& here is the link of Original Photo from my flickr stream which I captured from Narshingdi.

fire in Motijheel!!!

Around 4:45am still I'm in the office & my job is almost done... I was sitting in a silent room... Sudden I listen the shouting of people that fire fire... Then I just look outside from our room then just a little fire but after a few moment it spread!!! its the back side of Adamjee Court Building 1. We also informed the fire service dept... & all our superior bosses... here are some shots & video captured from my mobile...






Here is the video...



When I'm posting this video fire almost in control...

GOD help us all from natural disaster...

আমি আর আমার মুঠোফোন...

আমি বেশ কিছুদিন আগে থেকেই এই নিত্য প্রয়োজনীয় জিনিসটি ব্যবহার করে আসছি... বলা যেতে পারে আমি এই মোবাইল ছাড়া এক মুহূর্ত ও চলতে পারি না...
আমার বেশ কিছু বাজে অভ্যাস আছে তার মধ্যে এই মোবাইলের প্রতি দুর্বলতাটা আমার একটু বেশীই... আগে তো কোন প্যাকেজ দিলেই সেইটা আমি কিনতাম... আমার সংগ্রহে যে কয়টা সীম আছে!!! :-S এখন অবশ্য সেটা করি না... তবে এখন যা করি তা মনে হয় আরও বেশী খারাপ... তা হল সুন্দর নাম্বারের লাইন কিনা!!! আমি অবশ্য ঠিক করেছি আর নাম্বার কিনব না... কারন আমার এখনকার যেই দুইটা নাম্বার আছে তার চেয়ে আর মনে হয় সুন্দর নাম্বার আর আমার পক্ষে যোগাড় করা সম্ভব হবে না!!!
আমি মূলত দুইটা নাম্বার ব্যবহার করি একটা গ্রামীন ফোন (অফিসের জন্য আর ইন্টারনেট, এটা দিয়ে আমি তেমন কল করিই না বলে চলে... যা কল চার্জ!!!) আরেকটা হলো এয়ারটেল... এটা দিয়েই আমি আমার প্রায় সব দরকারি এবং অদরকারি ফোন করি... আর এটা পোষ্ট পেইড হবার কারনে এফ, এন, এফ ও অনেক! ১৫টা এফ, এন, এফ, কাকে রেখে যে কাকে করবো সেটাই বুঝে পাই না!!! :পি
এখন আমি আমি আমার মোবাইলের ব্যবহার কমানোর দিকে নজর দিয়েছি... গত কয়েক মাস ধরে আমার বিল বেশ কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছি এবং তা হচ্ছে...

Feb'11 of my airtel connection

আমার গত মাসের কল বিশ্লেষন করলেই তা দেখা যাবে!!! আমি সবচেয়ে বেশী কল করেছি আমার মা কে তা মাত্র ৫২বার আর এর আগের মাসে অবশ্য আরেকটু বেশীই করেছিলাম তা ছিল ৭৪বার!!! :D আর সবচেয়ে বেশীক্ষন কথা হয়েছে জামির সাথে (আমার এক্সকলিগ কিন্তু বন্ধুর চেয়ে বেশী)... আগে অবশ্য আরও বেশী কথা হতো... আমি আমার এয়ারটেল লাইন নিয়ে খুবই খুশী এর বিশেষ কারন হলো কল রেট ও পালসের সুবিধা...

আজকে আমার মোবাইল বিলটা মেইলে আসার পরেই মনে হলো কিছু লিখি তাই লিখে ফেললাম মনে হয় অনেক কিছুই... ঐ যে বলে না অলস মস্তিষ্ক... থাক আর কিছু না বলি... 

বিশ্ব নারী দিবসে কিছু কথা...

আমি সাধারনত তেমন কিছু লিখতে পারি না বলেই চলে... লিখতে গেলে আমার হয় কলমের কালি শেষ হয়ে যায় অথবা আমি কি লিখব তা কিছুই ভেবে ঠিক করতে পারি না... কিছুই ঘুছিয়ে লিখতে পারি না আমি!!! তবুও আজ কেন জানি লিখার দুঃসহ প্রচেষ্টা করতেছি জানি না!!!

আজকে বিশ্ব নারী দিবস!!! সকল নারীদের প্রতি শ্রদ্ধা... কিন্তু নারী আর পুরুষ যদি সমানই হয় তাইলে পুরুষ দিবস কবে??? বলতে পারেন কি কোন সহৃদয়বান??? কেন এই ভিন্নতা!!! নাকি বাকি ৩৬৪ দিনই পুরুষ দিবস!!! :-S এটা কি পুরুষ শাসিত সমাজের নারীদের প্রতি সামান্য সমবেদনা নাকি তাদের কে একটু খুসি করার চেষ্টা!!!


আপনারা যে যাই বলুন না কেন, আমি সকল ধরনের "দিবসের" বিপক্ষে... হউক সে ভালবাসা দিবস, মা দিবস কিংবা বাবা দিবস!!! এই গুলো আসলে বহুজাতিক কিছু প্রতিষ্ঠানের বানিজ্য নির্ভর পরিকল্পনা যাতে তাদের কিছু লাভ হয় আর কি!!! এটা আমার নিছকই ব্যক্তিগত মতামত...

add2any